করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু
- Update Time : ১০:৪৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এম রফিক আহম্মদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ভোর সোয়া চারটার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. খালিদ হাসান গনমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, আজ ভোর ৪টা ১৪ মিনিটে তাঁর মৃত্যু হয়। গত ২৩ মার্চ তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল শুক্রবার তাঁকে লাইফ সাপোর্ট দিতে হয়। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
সকাল ১০টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে রফিক আহম্মদের মরদেহ নেয় হয়। সেখানে জানাজার পরে তাঁর লাশ চট্টগ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
ডিএএম//