শিরোনাম:
অপহরণ করে টাকা আদায়: র্যাবের ৪ সদস্য গ্রেফতার
- Update Time : ০৭:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার ৯ এপ্রিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য।
পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত আরো দুজন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও একজন সাধারণ মানুষ।
সূত্র জানায়, টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে। এদের বিচার নিজ নিজ বাহিনীর আইন-কানুন অনুযায়ী হবে।
ডিএএম//