বিনোদন প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রে মিয়া ভাই খ্যাত বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। গন মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্র রওশন হোসেন পাঠান শরৎ।
শরৎ বলেন, আব্বু ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন, একই সঙ্গে হাতও নাড়িয়েছেন। আব্বুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
বরেণ্য এই অভিনেতার রোগ মুক্তির জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জায়েদ খান। এর আগেও বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
এসকে/এসএস//
Leave a Reply