করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু
- Update Time : ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার ৮ এপ্রিল সকাল থেকে দ্বিতীয় ডোজ দেয়া হয়। পাশাপাশি প্রথম ডোজ দেওয়াও চলমান রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা মোবাইলে মেসেজ পেলে অথবা না পেলেও ৮ সপ্তাহ পূর্ণ হওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। প্রথম ডোজ যে কেন্দ্রে নেয়া হয়েছিল, নির্দিষ্ট সেই কেন্দ্রে আগের টিকা কার্ড ও নিজের জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়ে দ্বিতীয় ডোজ নেয়া যাচ্ছে।
যারা ৭-৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তার কোনো এসএমএস না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে টিকার কার্ডসহ আগামী ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
জানা যায়, একই সাথে ১ম ডোজের টিকা প্রদানও চলমান রয়েছে। তাই ১ম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নেয়া যাবে।
ডিএ//