Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

সহবাসে শরীরচর্চা হয়?

  • Update Time : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ০ Time View

সারাদেশ ডেস্ক :
পৃথিবীতে মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে অনস্বীকার্য ভূমিকা রেখে চলেছে নারী-পুরুষের (স্বামী-স্ত্রী) সহবাস বা যৌনমিলন।

বিশেষজ্ঞগন বলছেন এটি কেবল আনন্দ নয়, শরীরচর্চার মাধ্যমও হতে পারে। আপনি জেনে বিস্মিত হবেন, ব্যায়ামে যেমন ক্যালরি ক্ষয় হয়, তেমনটি স্বামী-স্ত্রী যৌনকর্মে লিপ্ত হলেও ঘটে। এতে কতটুকু ক্যালরি পোড়ে?

গবেষকদের জানান, সহবাস হালকা বা পরিমিত শরীরচর্চার সমতুল্য হতে পারে। গবেষণায় দেখা গেছে, দৌড়ালে বা জিমে ব্যায়াম করলে যত ক্যালরি ক্ষয় হয়, যৌনকর্মে ততটা হয় না। এর পরিমাণ নির্ভর করে ব্যক্তির ওজন, যৌনকর্মের স্থায়িত্ব ও অন্যান্য কিছু বিষয়ের ওপর। সহবাসে শুধু ক্যালরি পোড়ে না, স্বাস্থ্যের আরো অনেক উপকারও হয়। এখানে সাম্প্রতিক গবেষণার আলোকে বিষয়টি তুলে ধরা হলো।

একটি গবেষণা বলছে, সহবাসের সময় পুরুষদের গড়ে ১০১ অথবা প্রতি মিনিটে ৪.২ ক্যালরি পুড়তে পারে। অন্যদিকে নারীদের গড়ে ৬৯ অথবা প্রতি মিনিটে ৩.২ ক্যালরি পুড়তে পারে। সুস্থ ও অল্প বয়সি নারী-পুরুষের ওপর গবেষণাটি চালানো হয়। এই গড় নির্ণয়ে ফোরপ্লে থেকে অর্গাজম পর্যন্ত সময় বিবেচনা করা হয়েছে। ফোরপ্লে হলো শরীরের বিভিন্ন অংশে আদর-সোহাগে উত্তেজিত করে তোলা। অন্যদিকে অর্গাজম হলো যৌনসুখের চূড়ান্ত সীমা।

মন্ট্রিলে অবস্থিত ইউনিভার্সিটি অব কুইবেকের ডিপার্টমেন্ট অব এক্সারসাইজ সায়েন্সের অধ্যাপক অ্যান্টনি কারেলিস বলেন, ‘সহবাসের সময় শরীর থেকে যে শক্তি ব্যয় হয় তা ব্যায়ামের তুলনায় উল্লেখযোগ্য নয়।’ এই গবেষণায় যারা অংশ নিয়েছেন তাদের ট্রেডমিলেও শরীরচর্চা করতে বলা হয়েছে। দেখা গেছে, পুরুষদের প্রতি মিনিটে ৯.২ ক্যালরি এবং নারীদের প্রতি মিনিটে ৭.১ ক্যালরি পুড়েছে। অর্থাৎ ট্রেডমিলে শরীরচর্চায় সহবাসের তুলনায় দ্বিগুণ ক্যালরি পুড়েছে।

আরেকটি গবেষণায়ও অনুরূপ ফল পাওয়া গেছে। বয়স ৩০ এর ঘরে রয়েছে এমন পুরুষদের ছয় মিনিটের সহবাসে মাত্র ২১ ক্যালরি পুড়তে পারে। ফোরপ্লে বাদ দিলে সহবাসের গড় স্থায়িত্ব হলো পাঁচ থেকে ছয় মিনিট। ব্যক্তিভেদে এর চেয়ে কম বা বেশি ক্যালরি ক্ষয় হতে পারে।

যদিও সহবাসের সময় এর চেয়ে বেশি ক্যালরি পোড়ানোর উপায় রয়েছে। এজন্য স্বামী-স্ত্রী পরস্পরকে ভূমিকা পালন করতে হবে। পজিশন ওপরে হলে বেশি নড়াচড়া হবে, ফলে শক্তির ক্ষয়ও বেশি হবে। যদি চান স্ত্রীর বেশি ক্যালরি পুড়ুক, তাহলে কিছুক্ষণ পর স্বামীকে নিচের পজিশনে চলে যেতে হবে। এভাবে উভয়েই উপকৃত হবেন।

ডা. কারেলিসের মতে, সহবাসের সময় ঘাম নিঃসরণের মানে হলো বেশি ক্যালরি ক্ষয় হওয়া।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের অধ্যাপক ডেবি হার্বেনিক সহবাসের সময় ক্যালরি পোড়াতে এমন সেক্স পজিশনে যেতে অনুৎসাহিত করেছেন। তিনি বলেন, ‘সহবাসের অনেক পজিশন রয়েছে। কিন্তু লোকজনের প্রতি আমার পরামর্শ হলো, সেই পজিশনে সহবাস করুন যা উভয়কেই আনন্দ দেয়। এ সময় কত ক্যালরি পুড়বে তা বিবেচনা করবেন না।’ তার মতে, ফোরপ্লে করতে করতে শরীরচর্চা করে নিলে ক্যালরি পোড়ানোর পাশাপাশি যৌনমিলনও বেশ উপভোগ্য হতে পারে।

এর উল্লেখযোগ্য শারীরিক ও মানসিক উপকারিতা হলো: ঘুমের মান বাড়ায়, রক্তচাপ কমায়, ব্যথা উপশম করে, পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়, নারীদের পেলভিস পেশী শক্তিশালী করে, রোগ দমনের ক্ষমতা বাড়ায়, মানসিক চাপ ও উদ্বেগ কমায়, মেজাজ ভালো রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

বিজ্ঞানের পাশাপাশি ধর্মীয় বিষয় ও রীতিনীতি পালন করতে হবে।

এমএম//

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সহবাসে শরীরচর্চা হয়?

Update Time : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

সারাদেশ ডেস্ক :
পৃথিবীতে মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে অনস্বীকার্য ভূমিকা রেখে চলেছে নারী-পুরুষের (স্বামী-স্ত্রী) সহবাস বা যৌনমিলন।

বিশেষজ্ঞগন বলছেন এটি কেবল আনন্দ নয়, শরীরচর্চার মাধ্যমও হতে পারে। আপনি জেনে বিস্মিত হবেন, ব্যায়ামে যেমন ক্যালরি ক্ষয় হয়, তেমনটি স্বামী-স্ত্রী যৌনকর্মে লিপ্ত হলেও ঘটে। এতে কতটুকু ক্যালরি পোড়ে?

গবেষকদের জানান, সহবাস হালকা বা পরিমিত শরীরচর্চার সমতুল্য হতে পারে। গবেষণায় দেখা গেছে, দৌড়ালে বা জিমে ব্যায়াম করলে যত ক্যালরি ক্ষয় হয়, যৌনকর্মে ততটা হয় না। এর পরিমাণ নির্ভর করে ব্যক্তির ওজন, যৌনকর্মের স্থায়িত্ব ও অন্যান্য কিছু বিষয়ের ওপর। সহবাসে শুধু ক্যালরি পোড়ে না, স্বাস্থ্যের আরো অনেক উপকারও হয়। এখানে সাম্প্রতিক গবেষণার আলোকে বিষয়টি তুলে ধরা হলো।

একটি গবেষণা বলছে, সহবাসের সময় পুরুষদের গড়ে ১০১ অথবা প্রতি মিনিটে ৪.২ ক্যালরি পুড়তে পারে। অন্যদিকে নারীদের গড়ে ৬৯ অথবা প্রতি মিনিটে ৩.২ ক্যালরি পুড়তে পারে। সুস্থ ও অল্প বয়সি নারী-পুরুষের ওপর গবেষণাটি চালানো হয়। এই গড় নির্ণয়ে ফোরপ্লে থেকে অর্গাজম পর্যন্ত সময় বিবেচনা করা হয়েছে। ফোরপ্লে হলো শরীরের বিভিন্ন অংশে আদর-সোহাগে উত্তেজিত করে তোলা। অন্যদিকে অর্গাজম হলো যৌনসুখের চূড়ান্ত সীমা।

মন্ট্রিলে অবস্থিত ইউনিভার্সিটি অব কুইবেকের ডিপার্টমেন্ট অব এক্সারসাইজ সায়েন্সের অধ্যাপক অ্যান্টনি কারেলিস বলেন, ‘সহবাসের সময় শরীর থেকে যে শক্তি ব্যয় হয় তা ব্যায়ামের তুলনায় উল্লেখযোগ্য নয়।’ এই গবেষণায় যারা অংশ নিয়েছেন তাদের ট্রেডমিলেও শরীরচর্চা করতে বলা হয়েছে। দেখা গেছে, পুরুষদের প্রতি মিনিটে ৯.২ ক্যালরি এবং নারীদের প্রতি মিনিটে ৭.১ ক্যালরি পুড়েছে। অর্থাৎ ট্রেডমিলে শরীরচর্চায় সহবাসের তুলনায় দ্বিগুণ ক্যালরি পুড়েছে।

আরেকটি গবেষণায়ও অনুরূপ ফল পাওয়া গেছে। বয়স ৩০ এর ঘরে রয়েছে এমন পুরুষদের ছয় মিনিটের সহবাসে মাত্র ২১ ক্যালরি পুড়তে পারে। ফোরপ্লে বাদ দিলে সহবাসের গড় স্থায়িত্ব হলো পাঁচ থেকে ছয় মিনিট। ব্যক্তিভেদে এর চেয়ে কম বা বেশি ক্যালরি ক্ষয় হতে পারে।

যদিও সহবাসের সময় এর চেয়ে বেশি ক্যালরি পোড়ানোর উপায় রয়েছে। এজন্য স্বামী-স্ত্রী পরস্পরকে ভূমিকা পালন করতে হবে। পজিশন ওপরে হলে বেশি নড়াচড়া হবে, ফলে শক্তির ক্ষয়ও বেশি হবে। যদি চান স্ত্রীর বেশি ক্যালরি পুড়ুক, তাহলে কিছুক্ষণ পর স্বামীকে নিচের পজিশনে চলে যেতে হবে। এভাবে উভয়েই উপকৃত হবেন।

ডা. কারেলিসের মতে, সহবাসের সময় ঘাম নিঃসরণের মানে হলো বেশি ক্যালরি ক্ষয় হওয়া।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের অধ্যাপক ডেবি হার্বেনিক সহবাসের সময় ক্যালরি পোড়াতে এমন সেক্স পজিশনে যেতে অনুৎসাহিত করেছেন। তিনি বলেন, ‘সহবাসের অনেক পজিশন রয়েছে। কিন্তু লোকজনের প্রতি আমার পরামর্শ হলো, সেই পজিশনে সহবাস করুন যা উভয়কেই আনন্দ দেয়। এ সময় কত ক্যালরি পুড়বে তা বিবেচনা করবেন না।’ তার মতে, ফোরপ্লে করতে করতে শরীরচর্চা করে নিলে ক্যালরি পোড়ানোর পাশাপাশি যৌনমিলনও বেশ উপভোগ্য হতে পারে।

এর উল্লেখযোগ্য শারীরিক ও মানসিক উপকারিতা হলো: ঘুমের মান বাড়ায়, রক্তচাপ কমায়, ব্যথা উপশম করে, পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়, নারীদের পেলভিস পেশী শক্তিশালী করে, রোগ দমনের ক্ষমতা বাড়ায়, মানসিক চাপ ও উদ্বেগ কমায়, মেজাজ ভালো রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

বিজ্ঞানের পাশাপাশি ধর্মীয় বিষয় ও রীতিনীতি পালন করতে হবে।

এমএম//