মিয়া ভাই খ্যাত নায়ক সাংসদ ফারুকের অবস্থা সংকটাপন্নআ
- Update Time : ০৯:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা সংকটাপন্ন।
এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সবার কাছে দোয়া প্রার্থনা করে জায়েদ খান বলেন—‘সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মিয়া ভাই। একমাত্র আল্লাহ তা’লা তাকে ফিরিয়ে
পারেন। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এই কিংবদন্তি অভিনেতার জন্য।’
টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জায়েদ খান।
এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
ফারুক রাজধানীর গুলশান-বনানী এলাকার সংসদ সদস্য।
ডিএ//