শিরোনাম:
রংপুরে বাস ঢুকে গেল দোকানে, নিহত ৩
- Update Time : ১২:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ৩ Time View
রংপুর প্রতিনিধি :
জেলার তারাগঞ্জ মহাসড়কে ওভারটেকিং করার সময় একটি মিনিবাস রাস্তার পাশের দোকানে ঢুকে গেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ের থানার ওসি সারাদেশ’কে জানান, রাত সাড়ে ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্টো ব-১৫-৩৪১৬) একটি মিনিবাস তারাগঞ্জ মেডিক্যাল মোড়ে একটি অটোকে ওভার টেকিং করার সময় রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে পথচারী হাজাজসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহত দু’জন বাসের যাত্রী। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। পুলিশ, ফায়ার সাভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএ//