শিরোনাম:
সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন: ওবায়দুল কাদের
- Update Time : ০১:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেয়া হচ্ছে।
আগামী সোমবার থেকে সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। আজ শনিবার নিজের বাসায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত প্রায় সাত হাজার।
গত বছর ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ জনিত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সে থেকে এটি দেশে মহামারি আকার ছড়িয়ে পড়ে। মাঝে কিছুটা সহনীয় হলেও এখন বৃদ্ধি পেয়েছে।
পুরো বিশ্বে এ মহামারি কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন।
ডিএ//
Tag :
সোমবার থেকে দেশে লকডাউন