শিরোনাম:
চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ
- Update Time : ০৮:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ০ Time View
চট্রগ্রাম প্রতিনিধি : করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার এ আওতার বাইরে থাকবে।
শুক্রবার ২ এপ্রিল বিকেলে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি জানান, আজ শুক্রবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে।
শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএ//