ওমেন্স ইন্সপারেশন অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট নাহিদ সুলতানা যুথি
- Update Time : ০৩:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ২ Time View
দিদারুল আলম : আইন বিষয়ে অবদানের জন্য‘ওমেন্স অব ইন্সপারেশন’ অ্যাওয়ার্ড পেয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রুলা প্রেসিডেন্ট এডভোকেট নাহিদ সুলতানা যুথি।
নারী দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের পক্ষ থেকে তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বিশিষ্ট সংগঠক এডভোকেট নাহিদ সুলতানা যুথির হাতে পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
পুরস্কার পাওয়ার এক প্রতিক্রিয়ায় শুক্রবার ২ এপ্রিল এডভোকেট নাহিদ সুলতানা যুথি গনমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। দেশের সব জায়গায়, সব পেশায় নারীদের এখন জয়জয়কার। এই পুরস্কার তাকে দেশের জন্য এবং নারীদের জন্য কাজ করতে আরো
উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।
অ্যাওয়ার্ড প্রদানকারী প্রতিষ্ঠান জেসিআই বাংলাদেশ জানান, এডভোকেট নাহিদ সুলতানা যুথি বিশ্ববিদ্যালয় জীবন থেকে ছাত্র রাজনীতি করেছেন। তিনি এখন সুপ্রিমকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী। রাজশাহী ইউনিভার্সিটি ল’অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন যুথি। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও সফলতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। দেশ ও জাতির প্রয়োজনে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে যুথি সম্মুখ সারিতে থাকেন।
২০০৮ সালে তিনি জরুরি সরকারের আইন উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সম্প্রতি তিনি সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে যুগান্তকারী আদেশ পেয়েছেন। জনস্বার্থ সংক্রান্ত বিষয়ক আইনি লড়াইয়ে সোচ্চার এডভোকেট নাহিদ সুলতানা যুথি।
১৩ জন নারী নেত্রীকে ওমেন্স অব ইন্সপারেশন অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে সম্মানিত করেছে জেসিআই। এটি ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। এটি একটি অলাভজনক বিশ্বব্যাপী সংস্থা, যারা তাদের সম্প্রদায়ের মধ্যে প্রভাব তৈরি করতে নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ।
এডভোকেট নাহিদ সুলতানা যুথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।
ডিএ//