বিএনপি নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ সস্ত্রীক করোনাক্রান্ত
- Update Time : ১২:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ গনমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার করোনার পরীক্ষা করেন। গতকাল বুধবার সন্ধ্যায় পরীক্ষার প্রতিবেদন আসে। পরীক্ষায় তাঁদের দুজনেই পজিটিভ আসে। গতকাল রাতে তাঁদের রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল বলেন, আজ সকালে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁদের কাশি আছে। তবে মনোবল দৃঢ় আছে।
খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এছাড়াও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও করোনায় সংক্রমিত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত মাসের মাঝামাঝি রিজভী করোনায় সংক্রমিত হন। পরে স্কয়ার হাসপাতালের ভর্তি হন।
এমডিএ//