নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারনে আগামী দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার ৩১ মার্চ বিকেলে বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) (উপ-সচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এই সংক্রান্ত একটি অফিস আদেশে রাইড শেয়ার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিআরটিএর অফিস আদেশে বলা হয়, সরকারের দেয়া ১৮টি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা যাবে না। করোনা সংক্রমণ ঠেকাতে আপাতত দুই সপ্তাহ রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
এদিকে, আজ সকাল থেকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী এবং ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে চালানো হচ্ছে।
এমডিএ//
Leave a Reply