আজ পশ্চিম বাংলার দ্বিতীয় দফার ভোট : দৃষ্টি নন্দীগ্রাম
- Update Time : ০১:৩১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ২ Time View
কলকাতা প্রতিনিধি : ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট আজ ১ এপ্রিল।
এর আগে ২৭ মার্চ ৩০ টি ভোটের মধ্য দিয়ে আট দফা নির্বাচন শুরু হয়েছে।
ভোটের আগের রাতে এখন থমথমে নন্দীগ্রাম। কেননা এখানে প্রতিদ্বন্দ্বিতায় করছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মূখ্যমন্ত্রী অগ্নিকন্যা ও মা মাটি মানুষের নেত্রী খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিপরীতে একসময়ে তারই দলের নেতা ও মন্ত্রী বর্তমানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে অধিকারী পরিবারের প্রভাব রয়েছে বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ আসন ছেড়ে এখানে চ্যালেন্জ হিসেবে তার স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ প্রার্থী হয়েছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নন্দীগ্রামসহ পুরো রাজ্যে সর্বশক্তি নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দলের শীর্ষ নেতারা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে মমতাকে হারাতে নন্দীগ্রামে নিয়েছেন নানা প্রচার কৌশল।
আজ ১ এপ্রিল ভোটকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর খানাতল্লাশি চলছে গোটা নন্দীগ্রাম জুড়ে। বহিরাগতদের আটকাতে সিল করে দেয়া হয়েছে সীমান্ত। ঝড়ের আগে আকাশ যেমন নিস্তব্ধ হয় নন্দীগ্রামও যেন তাই।
মমতা বন্দোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতি সরগরম। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত।