সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস আর নেই
- Update Time : ০৪:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।বুধবার ৩১ মার্চ ভোরের দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জমিয়তে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জমিয়তে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, মুফতি ওয়াক্কাস বেশকিছু ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরের দিকে তিনি মারা যান। বাদ মাগরিব যশোরের মনিরামপুরে তার দাফন করা হবে।
মুফতি ওয়াক্কাস একাধিকবার যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্বও পালন করেন।
১৯৮৮ সালে এরশাদের শাসন আমলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন মুফতি ওয়াক্কাস। তবে এরশাদের পতন হলে তিনি জমিয়েত উলামায় ইসলামে যোগ দেন।
এছাড়াও মুফতি ওয়াক্কাস হেফাজতে ইসলামের উপদেষ্টাসহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকের সহ-সভাপতি ছিলেন।
এমডিএ//