ডা. শাহাদাতকে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ
- Update Time : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১ Time View
চট্টগ্রাম প্রতিনিধি : চট্রগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চাঁদা দাবির মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন সেখানকার একটি আদালত।
বুধবার ৩১ মার্চ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত রিমান্ড নাকচ করে এই আদেশ দেন।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক গনমাধ্যমকে জানান, চকবাজার থানায় চাঁদা দাবি ও অপহরণের অভিযোগে করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ডা. শাহাদাত হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
অন্য দুই মামলায় রিমান্ড আবেদন করা হয়নি। গতকাল ৩০ মার্চ বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হলে আদালত ডা. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত সোমবার সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার তার পরিচালনাধীন বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালের নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয় ডা. শাহাদাত হোসেনকে।
ডা. শাহাদাতের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা করেন নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ও নারী নেত্রী লুসি খান। এছাড়াও নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।
করো/এমডিএ//