আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্ব পুনর্বিন্যাস
- Update Time : ০৭:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব পুনর্বিনাস করা হয়েছে।
এতে ২০২০ সালের জানুয়ারিতে দেয়া সাংগঠনিক সম্পাদকরাই পুনরায় আট বিভাগের দায়িত্ব পেয়েছেন। বিভাগীয় দায়িত্বে নতুন কোনো মুখ নেই।
তবে তিনটি বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বে রদবদল করা হয়েছে। বাকী পাঁচটি বিভাগে আগে যারা দায়িত্বে ছিলেন, তারাই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার ৩০ মার্চ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের বিভাগীয় দায়িত্ব পুনর্বিনাস করা হয়েছে। দায়িত্ব রদবদল হয়েছে-সিলেট বিভাগ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে।
সিলেটে শাখাওয়াত হোসেন শফিকের জায়গায় আহমদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে আহমেদ হোসেনের বদলে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রংপুর বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরিবর্তে সাখাওয়াত হোসেন শফিককে দায়িত্ব দেয়া হয়েছে।
আগের বিভাগে বহাল আছেন-খুলনা বিভাগে বি. এম মোজাম্মেল হক, রাজশাহীতে এস. এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেড আফজাল হোসেন ও ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল।
এমডিএ//