বিএনপি আবার জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছে : ওবায়দুল কাদের
- Update Time : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি আবারো জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছে।
সোমবার ২৯ মার্চ দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়াল যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তা-বে যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো পরিষ্কার। জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপি আবারো শুরু করছে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সে জন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।
বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২-৩ দিনের হামলায় তাদের উসকানি দেওয়ার তথ্যপ্রমাণ পেয়েছে। বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারো প্রমাণ হয়েছে।
ক্ষমতার জন্য বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নৈরাজ্য করে লাভ নেই। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হবে না।
এমডিএ//