শিরোনাম:
করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৪৫
- Update Time : ০৪:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেছে আরো ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটিই দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত।
গত বছরের ২ জুলাই দেশে করোনায় চার হাজার ১৯ জন আক্রান্ত হয়েছিল। এত দিন এটিই ছিল দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৮৯৫।
সোমবার ২৯ মার্চ স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন।
এমডিএ//