করোনায় দেশে আরও ৩৫ মৃত্যু
- Update Time : ০৫:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ৯০৮ জনের শরীরে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯০৪ জনের।
প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এর আগে ২ জুলাই এর থেকে বেশি করোনা শনাক্ত হয়, চার হাজার ১৯ জন। এই নিয়ে টানা ছয়দিন সাড়ে তিন হাজারের ওপরে রোগী শনাক্ত হলো।
গত শনিবার ৩ হাজার ৬৭৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। শুক্রবার করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৩৭ জন, বৃহস্পতিবার রোগী শনাক্তের সংখ্যা ৩ হাজার ৫৬৭, বুধবার শনাক্তের সংখ্যা হাজার ৫৫৪ জন ও মঙ্গলবার ৩ হাজার ৫৬৮ জন। ২৪ ঘণ্টায় দেশের ২২৪টি ল্যাবে ২২ হাজার ১৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫। মোট রোগী শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।
এমডিএ//