শিরোনাম:
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী আটক
- Update Time : ০৫:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীকে পুলিশ আটক করেছে।
রোববার ২৮ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সারাদেশকে বলেন, রোববার বিকেল সাড়ে ৩টায় নিপুণ রায়ের বাসা রায়েরবাজার থেকে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, আমি এখন যশোরে অবস্থান করছি। বিকেল সাড়ে ৩টার দিকে কিছু মেয়েরা বাসায় গিয়ে হৈ চৈ করে তাকে ধরে নিচে নামায়। সেখানে ছেলেরা ছিল। তারা পুলিশ কী না সে পরিচয়ও জানা যায়নি। কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি গয়েশ্বর। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানতে পারেননি।
নিপুণ রায় চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।
এমডিএ//