এইচএম আল-আমিন : ঢাকায় ও চট্টগ্রামের হাটহাজারীতে হতাহতের ঘটনা ও পুলিশী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ ২৭ মার্চ রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি করে নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টায় ধোলাইখাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ হন নেতাকর্মীরা। এ সময় কয়েকজন আহতও হয়।
বিক্ষোভ মিছিলে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোত্তাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পাভেল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম সাখওয়াত হোসেনসহ কয়েকশো নেতাকর্মী অংশ নেন।
২৬ মার্চ শুক্রবার ‘স্বাধীনতা দিবসে’ সারাদেশে মুসুল্লি ও আলেম ওলামাদের ওপর সরকার দলীয় নেতাকর্মীদের নগ্নহামলা, পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্মিলিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ কর্মসূচির অংশ হিসেবেই রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার দুই দিনের বাংলাদেশ সফরে আসেন। এর আগে থেকেই ‘মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা’ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বেশ কয়েকটি সংগঠন। ইসলাম বিরোধী তৎপরতায় মোদির সমর্থন রয়েছে বলে দাবী প্রতিবাদকারীদের।
এমডিএ//
Leave a Reply