ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভ : এক তরুণ নিহত
- Update Time : ১২:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ০ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও হাটহাজারীতে মাদ্রাসার ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ সমাবেশ করেছে মাদ্রাসা ছাত্ররা।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভ, ভাঙচুর ও আগুন দেওয়ার সময় মো. আশিক (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। তবে কীভাবে বা কার হামলায় আহত হয়ে ওই তরুণ মারা গেছেন, তা নিশ্চিত করতে পারেনি কেউ। নিহত আশিক জেলা শহরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের কাউতলী এলাকায় আশিক নামের ওই তরুণকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাদ্রাসাছাত্ররা সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তাঁকে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে একটি জিনসের প্যান্ট ও লাল রঙের গেঞ্জি ছিল।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও হাটহাজারীতে মাদ্রাসার ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে অগ্নিসংযোগ।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন ও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফুজ্জামান সারাদেশ’কে বলেন, সন্ধ্যায় মো. আশিক (২০) নামের এক তরুণকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখার জন্য বললে মাদ্রাসার ছাত্ররা তাঁর লাশ নিয়ে চলে যান। নিহতের পেটের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম।
করো//