জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশ বর্ণিল সাজে : মুগ্ধ সাধারণ মানুষ
- Update Time : ১২:৫১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১ Time View
সাভার প্রতিনিধি :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে।
সাজের ঝলকানি উপভোগ করতে এসব স্থাপনার পাশে রাতে ভিড় জমাচ্ছে স্থানীয় বাসিন্দারা। দেখলে মনে হবে এমন সৌন্দর্য এর আগে কখনো দেখেনি সাভারবাসী ও দেশবাসী।
হেমায়েতপুর থেকে নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত সড়কের বিভাজনে অপরূপ আলোকসজ্জা করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের এই অংশে থাকা সরকারি-বেসরকারি মার্কেটসহ বিভিন্ন স্থাপনায় চোখ ধাঁধানো আলোর ঝলকানি দিচ্ছে।
এত আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের লক্ষ্যে। ১০ দিনব্যাপী এই দুই অনুষ্ঠানের আয়োজনে যোগ দিতে পাঁচ দেশের মধ্যে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফর করেছেন। সবশেষ বাকি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুক্রবার ২৬ মার্চ বাংলাদেশে আসবেন।
সরেজমিন দেখা যায়,হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত পুরো ঢেলে সাজানো হয়েছে। সড়কের প্রতিটা লেম্প পোস্টে আলাদা করে বিভিন্ন রঙের বাতি দেয়া হয়েছে। এতো জাঁকজমকপূর্ণ আয়োজন এর আগে কোম দিন দেখেননি মানুষ।
ডিএ//