শিরোনাম:
মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৩২
- Update Time : ১০:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ০ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মিশরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬৬ জন।
শুক্রবার ২৬ মার্চ দেশটির দক্ষিণের সোহাগ প্রদেশের তাহতা জেলায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে বেশ কয়েকটি বগি উল্টে পড়ে আছে। সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য অপর্যাপ্ত অবকাঠামো এবং দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে।
২০০২ সালে মিশরে অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ৩৭৩ জন নিহত হয়। গত বছরের মার্চে কায়রোতে দুই ট্রেনের সংঘর্ষে আহত হয় ১৩ জন। ২০১৯ সালে কায়রোর প্রধান রেলস্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত হয় ২০ জনের বেশি মানুষ। প্রায়শই সেখানে এ দূর্ঘটনা ঘটে।
এমডিএ//