তারেক রহমানের নামে মামলার প্রতিবাদে বুড়িচং-এ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৫:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ০ Time View
কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বুড়িচং উপজেলা ছাত্রদল।
ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল বুড়িচং উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ, নিমসার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রিপনসহ উপজেলা ও ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, দেশের মানুষের আজ কোনরূপ গনতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার নেই। মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে দাবিয়ে রাখাতে আওয়ামী লীগ সরকার দেশের গনতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। এরই ধারাবাহিকতায় তারেক রহমানসহ নেতৃবৃন্দের নামে মামলা। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম কোন ষড়যন্ত্র করেই রুখা যাবেনা।
উল্লেখ্য তারেক রহমানসহ নেতৃবৃন্দের নামে সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
করো//