বুড়িচং-এ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০১:৪৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১ Time View
কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি: সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা লুটপাটের প্রতিবাদে বুড়িচং উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সিলেট বিভাগের সুনামগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘরে আওয়ামী যুবলীগ নেতার নেতৃত্বে হামলা লুটপাটের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজের নেতৃত্বে বুড়িচং উপজেলা সদরে এই প্রতিবাদ ও মশাল মিছিল করেন দলের নেতাকর্মী ও বিক্ষুব্ধ মানুষ।
মিছিলটি বুড়িচং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িচং সরকারি স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা, সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ও হামলার সঙ্গে জড়িত যুবলীগ নেতা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা বলেন, জনগন বুঝে গেছে কারা এসব হামলার ঘটনা ঘটায়। এবং উদ্দেশ্য প্রণোদিত বিরোধীদলীয় নেতা কর্মীদের এসব ঘটনায় মিথ্যা হয়রানি ও নিপীড়ন চালানো হয়। সব অন্যায়, ষড়যন্ত্র রুখে মানুষের গনতান্ত্রিক অধিকার আদায়ে চলমান সংগ্রামকে আরো তরান্বিত করে এগিয়ে যেতে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এমএইচবি//