‘বাকশীমূল মধ্যমপাড়া প্রবাসী মানব কল্যাণ পরিষদ’ স্থাপন করছেন মানবিক দৃষ্টান্ত
- Update Time : ১০:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ০ Time View
কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি: হাজার মাইল দুরে থেকেও দেশের সূর্যসন্তান ‘প্রবাসী রেমিট্যান্স সৈনিকদের’ উদ্যোগে সমাজের অসহায় অসুস্থদের কল্যাণে ‘বাকশীমূল মধ্যমপাড়া প্রবাসী মানব কল্যাণ পরিষদের’ স্থাপন করছেন মানবিক দৃষ্টান্ত।
মানবতার কল্যাণে এলাকার অসহায় দরিদ্র ও অসুস্থদের পাশে থেকে তাদের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। বরাবরের মত এবারও শুক্রবার দুপুরে বাকশীমূল কেন্দ্রীয় ঈদগাঁহে্র পাসে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ পরিচালনা করেন স্থানীয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মো মফিজুল ইসলাম, জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া শেষে গ্রামের অসহায় অস্বচ্ছল ৫টি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ও ২টি পরিবারকে স্বাবলম্বী করতে ২টি গবাদিপশু (গরু) প্রদান করা হয়।
স্থানীয় সমাজ সেবক ও বাকশীমূল কেন্দ্রীয় ঈদগাঁহ্ ও মসজিদের সভাপতি হাজী সফিকুল ইসলামের সভাপতিত্বে, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল রশিদ এর উপস্থিততে মোঃ বিল্লাল হোসেনের সার্বিক তত্বাবধানে অনুদানের অর্থ ও গবাদিপশু নির্ধারিত ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ মধ্যমপাড়া এলাকার সকলে উপস্থিত ছিলেন।
নিজ এলাকাকে দারিদ্র্যমুক্ত করতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী ৭০জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ২০২০ সালে মিলে গড়ে তোলেন বাকশীমূল মধ্যমপাড়া প্রবাসী মানব কল্যাণ পরিষদ।
দেশ থেকে দুরে থেকেও এলাকার নানা উন্নয়নমুলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন প্রবাসীদের গড়া এ সংগঠন ও এর সদস্যরা।
পরিষদের কার্যনির্বাহী সদস্যগণ হলেন-
হাজী আবদুল জলিল (সৌদি আরব), মোঃ জাকির হোসেন (সৌদি আরব), মোঃ রুহুল আমিন (ফ্রান্স), মোঃ মনির হোসেন (মালশিয়া), মোঃ দেলোয়ার হোসেন (সৌদি আরব), মোঃ শাহজাহান (মালয়েশিয়া), মোঃ কালু (সৌদি আরব), মোঃ শহিদুল ইসলাম (দুবাই) , মোঃ জামাল হোসেন (মালদ্বীপ), মোঃ মহাসিন (মালশিয়া), মোঃ মনজুর হোসেন (সিংগাপুর), মোঃ শাহকামাল সবুজ (ফ্রান্স), মোঃ নূরু নবী (মালয়েশিয়া), মোঃ হাছানুজজামান (মালয়েশিয়া), মোঃ মাহমুদুল হাছান (মালয়েশিয়া), মোঃ আতিকুর রহমান ভুলু (মালদ্বীপ), মোঃ মহিউদদীন মাহী (মালয়েশিয়া), মোঃ সাইফুল ইসলাম (মালয়েশিয়া)
নিজ এলাকাকে ‘দারিদ্র্য ও অস্বচ্ছলতা’ মুক্ত একটি আদর্শ গ্রামে রুপান্তরিত করতে ‘বাকশীমূল মধ্যমপাড়া প্রবাসী মানব কল্যাণ পরিষদ’ তাদের কার্যক্রম আরো এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাকশীমূল গ্রামটি কুমিল্লার বুড়িচং উপজেলাধীন একটি বহুল পরিচিত গ্রাম।
ডিএ//