সারাদেশ ডেস্ক: মিয়ানমারে বিক্ষোভকারীদের প্রাণহানিতে ‘দুঃখ’ প্রকাশ করেছে সামরিক জান্তার এক মুখপাত্র। ম
ঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এই দুঃখ প্রকাশ করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে তিনি বলেছেন, দেশে সহিংসতাকালে ১৬৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে এ জন্য তিনি ব্যাপক সম্পত্তির ধ্বংস এবং অস্থিরতাকে ছড়িয়ে দেয়ার জন্য অভ্যুত্থানবিরোধীদের দায়ী করেছেন। সামরিক জান্তার মুখপাত্র জাওয়া মিন তুন সংবাদ সম্মেলনে বলেন, যারা নিহত হয়েছেন তাদের জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। কারণ, ‘নিহতরাও আমাদের নাগরিক’। এ সময় তিনি দাবি করেন, এ সময়ে নিরাপত্তা রক্ষাকারীদের ৯ জন সদস্যও নিহত হয়েছেন।
তিনি বলেন, ধর্মঘট এবং হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে কাজ করছে না। এ কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। এর সঙ্গে রয়েছে করোনায় আক্রান্তদের মৃত্যুও। তিনি এসব ধর্মঘটকে দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক বলে আখ্যায়িত করেন।
ডিএ//
Leave a Reply