শিরোনাম:
মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন
- Update Time : ০৩:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরো পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএ//