কাজী হায়াৎ আইসিইউতে
- Update Time : ০১:৪২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১ Time View
বিনোদন প্রতিবেদক : বরেণ্য চিত্রপরিচালক ও কিংবদন্তীতূল্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তার পরিবার জানায়, শারীরিক অবস্থার অবনতি হয়েছে কাজী হায়াৎ এর। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
রোববার ২১ মার্চ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। এর আগে কাজী মারুফ তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।
কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।
গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
কাজী হায়াৎ এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।
সমসাময়িক বিষয়, সমাজের নানা অসঙ্গতি,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক গল্পে চলচ্চিত্র নির্মাণে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। দায়ি কে, দাঙ্গা, ত্রাস, তেজী, সিপাহী, আম্মাজানসহ অনেক ব্যবসা সফল চলচ্চিত্রের সফল নির্মাতা তিনি।
পাশাপাশি তিনি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয়ও করছেন।
সারাদেশ পরিবার বরেণ্য এই ব্যক্তিত্বের সুস্থতায় সৃষ্টিকর্তার রহমত প্রার্থনা করছে।
ডিএ//