সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের সমাবেশ
- Update Time : ০১:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১ Time View
সিলেট প্রতিনিধি : সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সুনামগঞ্জের শাল্লায় মুক্তিযোদ্ধা পরিবার ও হিন্দু পল্লীতে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা ও মহানগর কমিটি।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ মার্চ বিকালে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, হামলাকারীদের সম্পত্তি ক্রোক করে ক্ষতিগ্রস্হদের বাড়ি ঘর পূণনির্মান করতে হবে। এছাড়া এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় তারা।
জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন বাপ্পীর পরিচালনায় আবদুল আহাদ বাবর এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক মিয়া আশিক, সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সুরুক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, আশিকুর রহমান আশিক,
মহানগর আমুসের সাধারণ সম্পাদক
মাহবুবুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমুসের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী লিমন, জেলার সহ-সভাপতি সাইফুদ্দিন সাবিল, জেলার অর্থ সম্পাদক মুস্তাক আহমেদ, জেলার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম মুছা, অর্থ সম্পাদক সিপন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম সরকার, আবদুল মুমিত, নুরুল আমিন, কামরাজ হোসেন, শ্রমিকলীগ নেতা, এস জি কে সুমন, মাহমুদুল হক, সুজন মিয়া,মুহিবুর রহমান, শামীম আহমদ, রমজান আলী, তারেক হোসাইন, জামাল আহমদ সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান নিরু প্রমূখ।
এমএইচবি//