শিরোনাম:
সাংবাদিকতা পেশা ও লক্ষ্য !
- Update Time : ০৪:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ০ Time View
সাংবাদিক সাজেদুল হকের ষ্ট্যাটাস থেকে :
ঢাকার সাংবাদিকতার শুরু থেকে একটা আতলামি চিন্তা দেখে আসছি। এখানে অনেকের চিন্তা হলো সাংবাদিকতার চ্যালেঞ্জ মানে হচ্ছে তোমার চাকরি যখন তখন চলে যাবে, তুমি বসের বকা খাবা, তুমি এভাবে গড়ে উঠবা, তোমার ওতো টাকার কি দরকার।
আরেকদলের চিন্তা হলো সাংবাদিকতা মানেই ধান্ধা। ধান্ধা করে চলবা, ফ্ল্যাট কিনবা, গাড়ি কিনবা। সেমিনারে ভাষণ দেবা।
কেন রে ভাই সাংবাদিকতার চ্যালেঞ্জতো হবে তুমি তোমার কাজের ক্ষেত্রে সেরা হবা। তুমি নিজেকে বিশ্বের যেকোন সংবাদমাধ্যমে কাজ করার যোগ্য হিসেবে গড়ে তুলবা।
বিপদ আসলেও সত্য প্রকাশের সাহস রাখবা। তুমি যে বেতন পাবা স্বাচ্ছ্যন্দ্যে তোমার জীবন কাটবে। অবসরের সময় তুমি বড় অংকের টাকা পাবা। নিশ্চিন্ত একটা জীবন পাবা। অথচ এখানে চিন্তার শুরুতেই গোলমাল!!!
ডিএ//
Tag :
সাংবাদিকতা পেশা ও লক্ষ্য