হাসপাতালে বিএনপি’র গুরুত্বপূর্ণ ৫ নেতা
- Update Time : ০২:০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্তসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যসহ ৫ নেতা।
দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কোভিড আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তারও শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জি নাইন সদস্য খন্দকার আহাদ আহমেদ ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি সাবেক ছাত্রনেতা হাবীব-উন-নবী খান সোহেল রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএ//