মানসিক স্বাস্থ্য ও যৌন অপরাধ
- Update Time : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ৩ Time View
মোঃ জে, আর, খান (রবিন), আইনজীবী, সুপ্রিমকোর্ট : ব্যাক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে মানসিক স্বাস্থ্যের ভূমিকা অপরিসীম। অন্যদিকে মানসিক সাস্থ্যের ক্ষেত্রে আবেগের ভুমিকা ব্যাপক।
আবেগ সাধারণত তিন প্রকারঃ
1. Positive & Negative Emotion (Joy, Love, happiness, Fear, Anger, Sadness) 2.Primary & Mixed Emotion (Happiness, Surprise, Sadness, Anger, Fear) 3. Opposite Emotion (Happiness-Sadness).
অন্যদিকে Psychology অর্থাৎ মনস্তত্তের ক্ষেত্রেও আবেগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনস্তত্তের অনেক প্রকারভেদ রয়েছে, যথা;
1. Clinical Psychology 2. Cognitive Psychology 3. Developmental Psychology 4. Evolutionary Psychology 5. Forensic Lab Psychology 6. Ideal the Psychology 7.Nervous Psychology 8. Occupational Psychology 9. Social Psychology
তাছাড়া মনস্তত্তের সঙ্গে অপরাধের নিবিড় সম্পর্ক রয়েছে এবং এর সাথে Personality Disorder (ব্যক্তিত্ব বিকার) সম্পৃক্ত। Personality Disorder-এর নিম্নরূপ কারণ রয়েছে;
1. Genetic 2. Neuropsychology 3. Childhood Development 4. Hormonal Disturbance 5. Psychology Manic Theories 6. Cognitive Behavioral Theories
> অন্যদিকে Mental Disorder (মানসিক ব্যাধি) এর নিম্মলিখিত প্রকারভেদ রয়েছে ; 1. Paranoid 2. Schizoid 3. Anti-Social 4. Borderline 5. Histrionic 6. Narcissistic 7. Dependable 8. Obsessive-compulsive
>তাছাড়া মানসিক বিষণ্ণতা অর্থাৎ Mental Retardation (মানসিক প্রতিবন্ধকতা বা বিষন্নতা) এর সাথেও অপরাধের সম্পর্ক রয়েছে। মানসিক বিষণ্ণতার নিম্নলিখিত প্রকারভেদ রয়েছে। যথা-1. Mild (50-55)-70, বছর। 2. Modarate (35-40)-55 বছর 3. Severe (20-29) -(35-40) বছর 4. Profound Below (20-25) বছর।
বিষণ্ণতার কারন সমূহ নিম্নরূপঃ * Genetic Causes * Non-Genetic Causes * Congenital Hypothyroidism (Thyroid Hormone Problem) * Fetal Alcohol Syndrome * Other Toxins * Infective Agents * Hypoxic Damage * Central Nervous System and Skull * Development Abnormalities
এছাড়া Impulse Control Disorder বা আবেগ নিয়ন্ত্রিত ব্যাধির সাথেও অপরাধের সম্পর্ক রয়েছে।আবেগ নিয়ন্ত্রিত ব্যাধি নিম্নলিখিত প্রকারভেদে রয়েছে- 1. Intermittent Explosive Disorder 2. Kleptomania 3. Pyromania 4. Pathological Gambling 5. Trichotillomania 6. Impulse Control Disorder not Otherwise Specified
অন্যদিকে Heredity and Environment (বংশগত ও পরিবেশগত) কারণও অপরাধের সাথে সম্পৃক্ত যা নিম্নরুপঃ
1.Individual Factors
2.Family Factors: a. Child Rearing b.Teen-age mothers & child abuse c.Parental conflict & separations d.Criminal Partners e.Large Family size
3.Social Factor: a. Socio-economic deprivation b. Peer influences c. School Influences d.Community Influences
এই আলোচনা থেকে এটা স্পষ্ট বুঝা যায় যে মানুষ আবেগতাড়িত হয়ে যৌন অপরাধ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়। প্রথমতঃ যৌন অপরাধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যৌন অপরাধ হল এমন এক যৌন কর্ম যা ধর্মীয় ও প্রচলিত আইন বিরোধী। যৌন অপরাধ বিভিন্ন ভাবে সংঘটিত হয় যা নিম্নে উল্লেখ করা হল;
1. Natural Sexual offence (স্বাভাবিক যৌন অপরাধ) 2. Unnatural sexual offence (অস্বাভাবিক যৌন অপরাধ) 3. Sexual perversions (যৌন বিকৃতি)।
Natura Sexual offence: স্বাভাবিক যৌন অপরাধ একজন পুরুষ ও একজন মহিলা স্বাভাবিক পন্থায় সংঘটিত করে। স্বাভাবিক যৌন অপরাধ আবার নিম্ন লিখিত ভাবে বিভক্ত;
1.Rape (ধর্ষন) 2.Incest (অজাচার) 3.Adultery (ব্যভিচার)
Rape (ধর্ষন): কোন পুরুষ কোন মহিলার/ স্ত্রীলোকের সাথে নিম্নলিখিত ভাবে যৌন মিলন করলে ধর্ষন সংঘটিত হয়;
প্রথমত: স্ত্রীলোকের অনুমতি ছাড়া। দ্বিতীয়ত: স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে। তৃতীয়ত: ভয়ভীতির মাধ্যমে সম্মতি আদায় করলে চতুর্থ: সম্মতি থাকলেও স্বাভাবিক মস্তিষ্কের অধিকারিনীর না হলে। পঞ্চমত: সম্মতি ও সম্মতি ছাড়া কোন নাবালিকা হলে। Incest (অজাচার): নিষিদ্ধ সম্পর্কীয় কোন নিকটতম রক্ত সম্পর্কীয় নারী ও পুরুষের মধ্যে যৌন মিলন। Adultery (ব্যভিচার) : স্বামী, স্ত্রী ব্যতীত অন্য কোন নারী পুরুষদের মধ্যে যৌন মিলন। Unnatural sexual offence (অস্বাভাবিক যৌন অপরাধ): প্রাকৃতিক নিয়ম বিরোধী যৌন মিলন,যা নিম্নে উল্লেখ করা হল;
1.Sodomy: পুরুষ ও পুরুষের মধ্যে যৌন মিলন 2. Tribadism/ Lesbianism : স্ত্রীলোক ও স্ত্রীলোকের মধ্যে যৌন মিলন। 3. Bestiality : পশু পাখির সাথে যৌন মিলন। 4. Oral/ Buccal coitus : মুখ দিয়ে যৌনাঙ্গ স্পর্শ।
Sexual perversion: বিকৃত ভাবে যৌন মিলনের উদ্দেশ্যে মিলিত হওয়া, যা নিম্নে উল্লেখ করা হল; 1. Sadism: সেক্স পাটনারকে আঘাত, কামড়, বেত্রাঘাতের মাধ্যমে নির্যাতন করে যৌনসুখ লাভের মানসিক বিকার। 2. Masochism : বিকৃত যৌন মিলনে অভ্যস্ত। 3. Necrophilia : মৃত ব্যক্তির সাথে যৌন মিলন। 4. Necrophagia: সেক্সপার্টনারের শরীরের বিভিন্ন অংশ কেটে নির্যাতনের মাধ্যমে যৌন মিলন এবং মৃত্যুর পর সেক্সপার্টনারের শরীরের বিভিন্ন অংঙ্গ কেটে খাওয়া। 5. Transvestism: বিপরীত লিঙ্গের জামা পরে যৌন তৃপ্তি লাভ করা। 6. Exhibitionism: স্ব-ইচ্ছায় এবং ইচ্ছাকৃতভাবে কেউ তার নিজের গোপনীয় অঙ্গ জনসমক্ষে প্রদর্শন করে যৌন তৃপ্তি লাভ করা। 7. Masturbation: নিজের যৌনাঙ্গ নিজেই উত্তেজিত করে যৌন তৃপ্তি লাভ করা। 8. Voyeurism: এক্ষেত্রে কেউ কাউকে উলঙ্গ বা কারো যৌনাঙ্গ গোপনে দেখে যৌন তৃপ্তি লাভ করে। 9. Lust murder: সেক্স পার্টনারকে নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটিয়ে যৌন তৃপ্তি লাভ করা।
Necrophiliac অপরাধ সংঘটনের জন্য অনেক সময় অপহরণ বা খুনের মত অপরাধও সংঘটিত হয়। উদহরন হিসেবে বলা যায় মার্কিন কুখ্যাত খুনি Robert Ted Bundy ও Jeffrey Dahmer-সহ আরো অনেক খুনি তাদের বিকৃত যৌনাচার চরিতার্থ করার জন্য ভিক্টিম মহিলাদের অপহরণ করে হত্যা করত: মৃতার সাথে বিকৃত যৌনাচার করত।
১৮৪১ সালে Francois Bertrand নামক ফ্রান্সের এক সেনা বাহিনীর সাবেক সার্জেন্টকে ১ বছরে কারাদন্ডে দণ্ডিত করা হয়। প্রকাশিত খরবের মাধ্যমে জানা যায় বাংলাদেশেও ইতিমধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। যদিও মৃত ব্যক্তির শবের সাথে সম্মানজনক আচরণসহ শেষ বিদায় জানানো সকল ধর্মই স্বীকৃত।
Necrophilia একটি ঘৃণিত অপরাধ হলেও বাংলাদেশে এ নিয়ে কোন আইন নেই। শুধু মাত্র ১৮৬০ সালের দন্ড বিধির ২৯৭ ধারায় বলা হয়েছে যে, যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির শবের সাথে অসম্রমজনক কোন আচরন করে, তাহলে উক্ত ব্যক্তি ১ বছরের কারাদণ্ডে দন্ডিত হবেন এবং অর্থ দন্ডেও দন্ডিত হবেন। যদিও “দন্ডবিধি” এবং “নারী ও শিশু নির্যাতন দমন আইনে” নিম্নোক্ত অপরাধ ও সাজার বিষয়ে বর্নিত রয়েছে। “দন্ড বিধি,১৮৬০” ধারা ৩৭৬-নারী ধর্ষনের শাস্তি-যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোন বর্ননার কারদন্ড, যার মেয়াদ ১০ বছর পর্যন্ত হতে পারে। ধারা-৩৭৭-অস্বাভাবিক যৌন অপরাধ-দশ বছর কারাদন্ড বা অর্থদন্ড। “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” ধারা-৭-নারী ও শিশু অপহরণের শাস্তিঃ যাবজ্জীবন বা অন্যূন ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড। ধারা ৯ (১)(২)(৩)(৪)(৫)-ধর্ষনও ধর্ষন জনিত মৃত্যুর শাস্তি: মৃত্যুদন্ড ও অর্থদন্ডসহ অন্যান্য শাস্তি।। ধারা ১০-যৌন নিপীড়নের শাস্তি: দশ বছর বা অন্যূন তিন বছর সশ্রম কারদন্ড।
Necrophilia এটি মানসিক বিকারগ্রস্থ মানুষের কাজ হলেও যথাযথ আইন প্রনয়ণ করে দায়ী ব্যক্তির শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবী। সাথে সাথে মৃত ব্যক্তির শবের নিরাপত্তার লক্ষ্যে সংশ্লিষ্টরা আরো দায়িত্বশীল হবেন।
সম্প্রতি দেশে এরূপ বিকৃত যৌনাচারের একটি ঘটনা সচেতন মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
লেখক : মো. জে,আর,খান (রবিন), এডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
ডিএ//