শিরোনাম:
করোনায় আরো ১৮ জনের মৃত্যু
- Update Time : ০১:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৯ জন। শুক্রবার ১৯ মার্চ বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হল।
আর গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ১৮৭ জনের মধ্যে সংক্রমণ ধরার খবর বৃহস্পতিবার জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এখন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমলেও পরীক্ষা কমায় দৈনিক শনাক্ত রোগীর হার আগের দিনের মতই দশ শতাংশের ওপরে রয়েছে।
ডিএ//