বিকেলে দেশে আসছে ব্যারিস্টার মওদুদের মরদেহ , কাল দাফন
- Update Time : ০১:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ১৮ মার্চ বিকেলে দেশে আসছে বরেণ্য রাজনীতিবীদ সাবেক প্রধানমন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপ্রতি, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের লাশ।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, লাশ দেশে ফেরার পর ইউনাইটেড হাসপাতালে হিমঘরে রাখা হবে। কাল ১৯ মার্চ শুক্রবার সকাল ৯টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে নেয়া হবে। সেখানে সকাল ১১টায় নামাজের জানাজার পর হেলিকপ্টারে নোয়াখালী উদ্দেশে লাশ নিয়ে যাওয়া হবে।
নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে।
ডিএ//