Dhaka ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিইউজে বেগম খালেদা জিয়াকে প্রতীকি ক্ষতিপূরণ দেয়া উচিত: সর্বোচ্চ আদালতে ব্যারিস্টার সালাউদ্দিন দোলন সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে ককক্সবাজার ভ্রমনে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

মেসির জোড়া গোল, বার্সার দাপুটে জয়

  • Update Time : ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • / ১২ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলে লিগ পুনরুদ্ধারের মিশনে ভালোভাবেই নেমেছেন মেসিরা।

দুর্বল হুয়েস্কার বিপক্ষে বার্সার জয় নিয়ে সংশয় ছিল সামান্যই। নিজেদের মাঠে বার্সা কত গোলে জিতবে, তা নিয়েই বরং ছিল আলোচনা। সোমবার রাতে ন্যু ক্যাম্পে বার্সা জিতেছে ৪-১ গোলে।

গোল করেছেন বার্সার তিন খেলোয়াড়।
রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসি জোড়া গোল করার মাঝে সতীর্থের গোলে রাখলেন অবদান।

নজরকাড়া পারফরম্যান্সে আলো ছড়াল বার্সেলোনা। হুয়েস্কাকে উড়িয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচ অপরাজেয় থাকল রেনাল্ড কুমানের দল।

গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা।
মেসি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান। রাফা মির একটি গোল শোধ করার পর দ্বিতীয়ার্ধে অস্কার মিনগেসার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

দারুণ এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরেছে প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দলটি। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র ৪ পয়েন্টের।

এই ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভি হার্নান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচ এখন ৭৬৭। রেকর্ড ছোঁয়ার উপলক্ষ রাঙাতে মোটেও দেরি করেননি মেসি। ত্রয়োদশ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন তিনি। দারুণ ভঙ্গিমায় প্রতিপক্ষের বাধা এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন আর্জেন্টাইন তারকা। বল ক্রসবারের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

গ্রিজমানের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও দর্শনীয়। বিরতির ঠিক আগের শেষ শটে ব্যবধান কমায় হুয়েস্কা। দারুণ এক প্রতি-আক্রমণে রাফা মির ডি-বক্সে ঢুকে পড়লেও সতীর্থের ক্রসে পা লাগাতে ব্যর্থ হন। তবে টের স্টেগেন এগিয়ে এসে তাকে ফাউল করে বসেন। পেনাল্টি পেয়ে কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড মির।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন মেসি। ত্রিনকাওয়ের পাস পেয়ে দূর থেকে বার্সেলোনা অধিনায়কের নেয়া শটে বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আরেকটি পিচিচি ট্রফির পথে ছুটে চলা মেসির গোল হলো ২১টি। বার্সেলোনার জার্সিতে ৭৬৭ ম্যাচে তার মোট গোল এখন ৬৬১। লিগে ২৭ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে দুইয়ে ফেরা বার্সেলোনার পয়েন্ট হলো ৫৯। ২ পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাতলেটিকো।

ডেস্ক//

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেসির জোড়া গোল, বার্সার দাপুটে জয়

Update Time : ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলে লিগ পুনরুদ্ধারের মিশনে ভালোভাবেই নেমেছেন মেসিরা।

দুর্বল হুয়েস্কার বিপক্ষে বার্সার জয় নিয়ে সংশয় ছিল সামান্যই। নিজেদের মাঠে বার্সা কত গোলে জিতবে, তা নিয়েই বরং ছিল আলোচনা। সোমবার রাতে ন্যু ক্যাম্পে বার্সা জিতেছে ৪-১ গোলে।

গোল করেছেন বার্সার তিন খেলোয়াড়।
রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসি জোড়া গোল করার মাঝে সতীর্থের গোলে রাখলেন অবদান।

নজরকাড়া পারফরম্যান্সে আলো ছড়াল বার্সেলোনা। হুয়েস্কাকে উড়িয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচ অপরাজেয় থাকল রেনাল্ড কুমানের দল।

গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা।
মেসি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান। রাফা মির একটি গোল শোধ করার পর দ্বিতীয়ার্ধে অস্কার মিনগেসার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

দারুণ এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরেছে প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দলটি। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র ৪ পয়েন্টের।

এই ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভি হার্নান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনের ম্যাচ এখন ৭৬৭। রেকর্ড ছোঁয়ার উপলক্ষ রাঙাতে মোটেও দেরি করেননি মেসি। ত্রয়োদশ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন তিনি। দারুণ ভঙ্গিমায় প্রতিপক্ষের বাধা এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন আর্জেন্টাইন তারকা। বল ক্রসবারের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

গ্রিজমানের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও দর্শনীয়। বিরতির ঠিক আগের শেষ শটে ব্যবধান কমায় হুয়েস্কা। দারুণ এক প্রতি-আক্রমণে রাফা মির ডি-বক্সে ঢুকে পড়লেও সতীর্থের ক্রসে পা লাগাতে ব্যর্থ হন। তবে টের স্টেগেন এগিয়ে এসে তাকে ফাউল করে বসেন। পেনাল্টি পেয়ে কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড মির।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন মেসি। ত্রিনকাওয়ের পাস পেয়ে দূর থেকে বার্সেলোনা অধিনায়কের নেয়া শটে বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আরেকটি পিচিচি ট্রফির পথে ছুটে চলা মেসির গোল হলো ২১টি। বার্সেলোনার জার্সিতে ৭৬৭ ম্যাচে তার মোট গোল এখন ৬৬১। লিগে ২৭ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে দুইয়ে ফেরা বার্সেলোনার পয়েন্ট হলো ৫৯। ২ পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাতলেটিকো।

ডেস্ক//