করোনা আক্রান্ত কাজী হায়াৎ হাসপাতালে
- Update Time : ০৮:১৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ।
অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে রাজধানীর একটি হাতপাতালে ভর্তি করানো হয়। চলচ্চিত্র প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ গনমাধ্যমকে এ কথা জানান।
গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত হন। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি। তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।
কাজী হায়াৎ গত কয়েকদিন যাবৎ ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন।
তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা। তিনি দেশপ্রেম ও বাস্তবধর্মী সিনেমা নির্মাণে দেশের চলচিত্র শিল্পে পথিকৃৎ। দায়ী কে, দাঙ্গা, ত্রাস, সিপাহী, তেজী, আম্মাজানসহ বহু ব্যবসাসফল ছবির নির্মাতা। পাশাপাশি তিনি বিভিন্ন চরিত্রে অভিনয়ও করেন।
ডিএ//