ঢাকাস্থ ময়নামতি ক্লাবের যাত্রা শুরু
- Update Time : ০৭:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ ময়নামতি ক্লাবের সাধারণ সভা ও মিলন মেলার মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলো রাজধানী ঢাকায়।
রাজধানীর কারওয়ান বাজার বিটিএমসি ভবনে রেইনি রুফ রেষ্টুরেন্ট এন্ড ক্যাফেতে আজ সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ আয়োজনে সংগঠনটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো।
‘শান্তি ঐক্য প্রগতি’ এ মূলমন্ত্রকে ধারণ করে ‘সবার উপরে ময়নামতি’ এই ঐতিহ্যকে সামনে রেখে ঢাকায় ময়নামতি ক্লাবের যাত্রা শুরু হলো।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ঐতিহ্যবাহী ময়নামতির অবস্থান। ময়নামতি নানা কারণে দেশ ও বিশ্বে একটি ঐতিহাসিক জনপদ। এখানে ঐতিহ্যবাহী ময়নামতি সেনানিবাস, ওয়্যার সিমেট্রি, রেশম বোর্ডের প্রকল্প,তাত শিল্প, রাণীর কুঠির, গোমতী নদী, পল্লী বিদ্যুৎ ষ্টেশন, উর্বর মাটির কৃষি জনপদ, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা-সিলেট সড়ক, নানা শিল্প- বানিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ রয়েছে বিভিন্ন সমৃদ্ধ প্রতিষ্ঠান। রয়েছেন আলোকিত সফল মানুষেরা।
মহান মুক্তিযুদ্ধে এ জনপদের মানুষের রয়েছে বিরত্বগাথা ইতিহাস। এখন রয়েছেন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির সমাধিসৌধ।
ময়নামতির সন্তান যারা রাজধানী ঢাকায় বিভিন্ন পেশায় সম্পৃক্ত তাদের সমন্বয়ে জনস্বার্থ সংক্রান্ত ও কল্যানমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শুরু হলো ‘ময়নামতি ক্লাব’।
সাধারণ সভা ও মিলন মেলার বিস্তারিত আসছে……
ডিএ//