শিরোনাম:
করোনায় আরো ১৩ জনের মৃত্যু
- Update Time : ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস সংক্রমিত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।
করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
ইতোমধ্যে কয়েক লক্ষ লোক টিকা নিয়েছেন এবং প্রতিদিনই নিচ্ছেন। সুরক্ষা নামক এপস্ এর মাধ্যমে রিজেস্ট্রশন করে টিকাদান প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
ডিএ//