কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের ছাড় নয় : ওবায়দুল কাদের
- Update Time : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেয়ার প্রশ্নই উঠে না।
বুধবার ১০ মার্চ বিকেলে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, কোম্পানীগঞ্জের বিশৃঙ্খলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। সংঘর্ষে দলীয় কর্মী নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিহত আলাউদ্দিন ও এর আগের ঘটনায় সাংবাদিক মোজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলছে। কোম্পানীগঞ্জের জনগণকে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
ডিএ//