প্রাক্তন মেয়র মান্নানের সাজা বৃদ্ধি বিষয়ে হাইকোর্ট রুল
- Update Time : ০১:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ৩ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র অধ্যাপক এম এ মান্নানের সাজা বৃদ্ধি বিষয়ে রুল জারি করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
মান্নানকে বিচারিক আদালতে দেয়া রায় বিষয়ে দুদকের রিভিশন আবেদনের উপর শুনানি নিয়ে আজ এ আদেশ দেন আদালত। এ মামলায় এম এ মান্নানের করা আপিলসহ একত্রে শুনানি হবে আগামী ১১ এপ্রিল।
রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সারাদেশ’কে ৯ মার্চ এ কথা জানান।
দুদকের পক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর সিটি করপোরেশন প্রাক্তন মেয়র এম.এ মান্নানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডেরর আদেশ দেন। এছাড়া এ মামলায় অন্য আসামি গোলাম কিবরিয়া খালাস দেন আদালত।
রায় ঘোষণার সময় এম এ মান্নান আদালতে উপস্থিত ছিলেন। সেসময় তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার মতে আসামি এম এ মান্নান গাজীপুরের মেয়র হিসেবে থাকাকালে (২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত) ভুয়াভাবে ৯৯৯ টা ভাউচারের অনুদান ও ব্যয় দেখিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন এম এ মান্নান ও গোলাম কিবরিয়া। এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক সামছুল আলম ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় এম এ মান্নান ও গোলাম কিবরিয়ার নামে একটি মামলা দায়ের করেন।
২০১৭ সালের ১২ জানুয়ারি এম এ মান্নান ও গোলাম কিবরিয়ার নামে অভিযোগপত্র দাখিল করেন দুদক। এরপর গাজীপুরে স্পেশাল জজ আদালত মামলাটি আমলে নিয়ে বিচারের জন্য ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে বদলে করেন। এরপর ২০১৯ সালের ১৭ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। এ মামলায় বিভিন্ন সময়ে ছয় জন সাক্ষ্য দেন।
রায়ের বিরুদ্ধে রিভিশন আবেদন করে দুদক।
ডিএ//