শিরোনাম:
ফরাসি ধনকুবের এমপি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত
- Update Time : ১০:১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য অলিভিয়ের ডাসাল্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে। পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। (বিবিসি)।
ফরাসি ধনকুবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি এক শোকবার্তায় বলেছেন, ৬৯ বছর বয়সী ডায়াল্টের মৃত্যুতে দেশে বড় ক্ষতি হয়ে গেছে। তিনি দেশকে অনেক ভালোবাসতেন।
ফ্রান্সের প্রথম সারির শিল্পপতি সার্জ ডাসাল্টের ছেলে অলিভিয়ের ডাসাল্ট। রাফায়েল যুদ্ধবিমান ও দেশটির গণমাধ্যমে লে ফিগারোর মালিক ডাসাল্ট।
ডেস্ক/ডিএ//
Tag :