শাকিব খানের ঈদের ছবি ’অন্তরাত্মা’
- Update Time : ০২:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১ Time View
বিনোদন ডেস্ক : পাবনা সদরের রত্নদীপ রিসোর্টে শুরু হলো শাকিব খানের ঈদের ছবি ’অন্তরাত্মা’ শুটিং। শনিবার দুপুর ১২টায় ছবিটির শুটিং শুরু হয়েছে বলে গণমাধ্য’কে জানালেন ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। যিনি সর্বশেষ শাকিব খানকে নিয়ে ‘কাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করেছেন।
এর আগে শাকিবের শুটিংয়ে অংশ নিতে শুক্রবার পাবনা পৌছান শাকিব খান। সেদিনই মরহরত ও ছবিটির ছবির অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আজ শুরু হয় শুটিং।
শনিবার শাকিব খান বলেন, ’পাবনা থেকে অন্তরাত্মার শুটিং শুরু করলাম। বেশ বড় আয়োজনেই শুটিং শুরু হলো। আশা করি দর্শকরা আমার কাছে যেমন ছবি আশা করেন তেমন একটি ছবিই হবে অন্তরাত্মা।’
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার তরুণ নায়িকা দর্শনা বণিক। তবে প্রথম দিনের শুটিংয়ে নেই তিনি। কবে আসবেন সে বিষয়ে পরিচালক মুখ খুলতে চাইলেন না। শুধু জানালেন, আপাতত নায়কের সিক্যুয়েন্সগুলো শুটিং হচ্ছে। দর্শনা কবে আসবে সেটা পরে জানাচ্ছি। তবে জানা গেছে আগামী ৮ তারিখ থেকে দর্শনা অংশ নিবেন দর্শনা।
পরিচালতের ভাষ্যমতে পাবনাতে শাকিব খান টানা তিন সপ্তাহ অবস্থান করবেন।
ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্মিত হচ্ছে বলে জানান পরিচালক। । সিনেমাটির সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ।
ছবিটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। সিনেমাটির গল্প তারই। যিনি শাকিব খান অভিনীত ’সত্তা’র প্রযোজক ও গল্পকার। প্রায় পাঁচ বছর পর আবারও শাকিব খানকে নিয়ে সোহানী হোসেন কাজ করছেন।
‘অন্তরাত্মা’ ছবির আগে শাকিব খান’ লিডার, আমিই বাংলাদেশ’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা তপু খান। এ ছবিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। জানা গেছে ‘অন্তরাত্মা’ শেষে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির শুটিং শুরু করবেন শাকিব খান।
এসএস//