1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত - সারাদেশ.নেট
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশি শ্রমিকদের নিয়ে কাজ করতে চায় রোমানিয়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম আপিল বিভাগে ভ্যাকেশন জাজ মনোনীত আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কারামুক্ত হলেন আইনজীবীদের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বেসিক প্রিন্সিপালস্ অফ ডেন্টাল ফার্ফাকোলজি এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ ‘ইতালিয়ান ভাষার’ ওপর পরীক্ষা উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালিয়ান ভাষা শিক্ষাকোর্স ও পরীক্ষা কেন্দ্র উদ্বোধন বুধবার ছোটবোনকে বঞ্চিত করে পিতার কয়েক কোটি টাকা মূল্যের সব সম্পত্তি নিজ নামে করলো বড়বোন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১

খেলা ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

ভারত সফরে চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের করা ৫৭৮ রানের জবাবে ৩৩৭ রানে অলআউট ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৪২০ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৯২ রানে অলআউট হয় ভারত। ২২৭ রানে জয়ে সফর শুরু করে ইংল্যান্ড।

এরপর দ্বিতীয় টেস্টে ভারতের করা ৩২৯ ও ২৮৬ রানের জবাবে ১৩৪ ও ১৬৪ রানে অলআউট হয়ে ৩১৭ রানে হেরে যায় ইংল্যান্ড।

আহমেদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে দুই ইনিংসে ১১২ ও ৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ১৪৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৯/০ রান করে ১০ উইকেটের জয় নিশ্চিত করে। আহমেদাবাদের এই টেস্টের পরই উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ অনেক সাবেক তারকা দাবি করেন বাজে উইকেট তৈরির কারণেই পাঁচ দিনের টেস্ট ম্যাচটি শেষ হয় মাত্র দেড় দিনে।

সিরিজের শেষ টেস্টে আহমেদাবাদে ইংল্যান্ডের করা ২০৫ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ৭ উইকেটে ২৯৪ রান করে ভারত। শনিবার তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৬৫ রানে ইনিংস গুটায় কোহলিরা।

১৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৩৫ রানেই অলআউট হয় ইংলিশরা। ইনিংস ও ২৫ রানে জিতে সিরিজে ৩-১ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করে ভারত।

এসএস//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *