চবি শিক্ষার্থীর আত্মহত্যা
- Update Time : ০৬:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : ‘বেঁচে থাকার ইচ্ছা নেই’ লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২য় বর্ষের শিক্ষার্থী নাইমুল হাসান আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন।
শুক্রবার ৫ মার্চ রাত তিনটার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নাইমুল হাসান চবির রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুর গ্রামে।
চিরকুটে নাইমুল হাসান লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার জন্য যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, পারলে মাফ করে দিয়েন।
রামগড় থানা পুলিশ সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এসএস//