রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির মশাল মিছিল
- Update Time : ০৯:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ মার্চ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারি হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে এ মশাল মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রিজভী বলেন, “লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে কীভাবে কাটুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।
মোশারফ/এসএস//