নিজস্ব প্রতিবেদক: মশায় অতিষ্ঠ নগরবাসী।
মশক নিধনে রাজধানীর দুই সিটি করপোরেশন প্রাণপন চেষ্টা চালিয়ে এলেও কোন কিছুতেই যেন থামানো যাচ্ছে না মশার উৎপাত।
রাজধানীর প্রতিটি এলাকার বাসা বাড়িতেই সন্ধ্যা নামতে না নামতেই আক্রমণ করে বসে মশার বাহিনী। মশা নিধনে সংশ্লিষ্টরা বারবারই ব্যর্থতার দায় কাঁধে নিচ্ছেন।
নগরবাসী দায়ী করছেন সিটি করপোরেশনকে। অনেকেই বলছেন মশা মারতে যে ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে তাতে ভেজাল থাকায় মশা মারা সম্ভব হচ্ছে না। তাই এখন নগরবাসীর মশা প্রতিরোধে একমাত্র ভরসা মশারি।
সরেজমিনে রাজধানীর গুলিস্তান, পল্টন, মালিবাগ, বনশ্রী এলাকায় সন্ধ্যার পর প্রতিটি
বাসা বাড়ীতে দেখা যায় মশার উপদ্রব। এছাড়া উত্তরা, গুলশান, বসুন্ধরা, খিলগাঁও, বাসাবো এলাকায় ঘুরে দেখা গেছে মশার রাজত্ব। কথা বলে জানা গেছে তারাও মশার উপদ্রবে অতিষ্ঠ। মশার উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে সরকারে হস্তক্ষেপ আশা করেন তারা।
এখন মশারির প্রয়োজন বেড়ে গেছে।
এসএস//
Leave a Reply