ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
- Update Time : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ০ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলার কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার ৫ মার্চ বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, স্মাট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।
একপর্যায়ে তা রূপ নেয় সংর্ঘর্ষে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় আইনমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদস্থলে চলে যান।
এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূইয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএস//