শিরোনাম:
কুয়েতে দিনে ১২ ঘণ্টা করে একমাস কারফিউ
- Update Time : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনার নতুন স্ট্রেন বেড়ে যাওয়ার কুয়েতে আগামী রোববার থেকে ১২ ঘণ্টা কারফিউ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ৪ মার্চ দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রীপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানী আরবী দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, ৭ মার্চ থেকে ১ মাসের জন্য প্রতিদিন বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।
কুয়েতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৭’শ ১৬ জন। সুস্থ হয়েছে ১ হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।
এসএস//